ভোরে বাহুবল মডেল থানার নবাগত ওসি মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হেকিমকে বসতঘর থেকে আটক করা হয়। এ সময় ১২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
র্যাব জানায়, নাটোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসা একটি ডাবল কেবিন ট্রাকে অভিনব কৌশলে চালকের সিটের পেছনে থাকা কেবিনের ভেতরে গাঁজা লুকিয়ে রাখা হয়। অভিযানে মাদকবাহী ট্রাক, ২টি মোবাইল এবং গাড়ির কাগজপত্র জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন সীমান্তবর্তী স্থান থেকে মাদক সংগ্রহ করে ট্রাকের আড়ালে গাঁজা, ফেন্সিডিল, ই
আটক মাদক কারবারিরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলার কাশিবাটিপাড়া মহল্লার মজুর ছেলে মো. লালন (২৫), একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫), নাচোল উপজেলার ভগরইল মধ্যপাড়ার দুলালের ছেলে ওয়াদুদ (২৫) ও একই এলাকার বাহারের ছেলে মো. ফসের আলী।